২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:৩২

অগ্রযাত্রা প্রকল্পের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. অগ্রযাত্রা প্রকল্পের কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মোল্লাহাট ও চিতলমারী উপজেলায় ওয়াদা সংস্থা কতৃক বাস্তবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের মাধ্যমে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন মোল্লাহাট উপজেলা নিবাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী । এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার অনিমেষ বালা,উপজেলা কৃষি অফিসার চিতলমারী সিফাত আল মাসুদ, প্রজেক্ট ম্যানেজার মো:আল-আমীন সরদার, প্রোজেক্ট অফিসার বিশ্বজিৎ রা চৌধুরী। উন্নত জাতের সবজি, শস্য চাষ বিষয়ক প্রদশনী খামার স্থাপনের জন্য নির্বাচিত ৩৭ জন খামারীদের মাঝে কৃষি উপকরন (বিভিন্ন ধরনের সবজী বীজ, ধান বীজ, কম্পোষ্ট, ইউরিয়া, টিএসপি, এমওপি, ড্যাপ সার) বিতরন করা হয়।

কৃষকের অক্লান্ত পরিশ্রম এবং কৃষি বিভাগের নিবিড় তদারকিতে দেশ আজ খাদ্য স্বয়ংস্পূর্ন।বি-পেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেইঞ্জ প্রকল্প কৃষকের উৎপাদন খরচ কমাতে এই প্রকল্প হাতে নিয়েছে তাই এতে কৃষক উপকৃত হচ্ছে। দেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করার আহবান জানান ।

  • শেয়ার করুন