৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৪৯

অনিয়ম-দূর্নীতির অভিযোগে মোরেলগঞ্জ উপজেলা তাতীলীগের কমিটি বিলুপ্ত

প্রকাশিত: জুন ১৫, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

অনিয়ম-দূর্নীতিসহ নানা অভিযোগে বাংলাদেশ তাতীলীগ মোরেলগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। বুধবার (১৪ জুন) রাতে তাতীলীগ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি বিলুপ্ত করা হয়।

ওই আদেশে বলা হয়, বাংলাদেশ তাতীলীগ মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ থাকায় এবং মোরেলগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম স্থবির হয়ে পড়ায় মোরেলগঞ্জ শাখার কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল।

তাতীলীগ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা বলেন, উপজেলা শাখার নেতা-কর্মীদের মাঝে স্বচ্ছতা আনয়ন ও কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষে কমিটি বিলুপ্ত করা হয়েছে। সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী কমিটি গঠন করা হবে।

  • শেয়ার করুন