৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:২৫

আন্তর্জাতিক গ্রামীন নারী দিবসে বাগেরহাটে র‌্যালী-আলোচনা সভা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাধাবন সংঘের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাট শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, জাতীয় মহিলা সংস্থার সভাপতি এ্যাডভোকেট শরিফা খানম, বাধাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর পপি আক্তার, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার সোমা দত্ত, কৃষক নারী নেত্রী হাসিনা বেগম, স্বপ্না রানী ও আফসানা বেগম প্রমুখ।

 

 

  • শেয়ার করুন