২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৩:০০

কচুয়ায় সাড়ে ৯ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫

  • শেয়ার করুন

কচুয়া (বাগেরহাট)সংবাদদাতা. বাগেরহাটে সাড়ে ৯ কেজি গাজাসহ মোঃ কবির হাওলাদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি)বিকেলে সদর উপজেলার গোবরদিয়া গ্রামস্থ মারিয়ার পল্লীর সামনে শফিকুল ইসলামের মুদি দোকানের দক্ষিন পাশ থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা কাপড়ের ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি গাজা উদ্ধার করা হয়।যার অবৈধ বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৮৫ পঁচাশি হাজার টাকা।

আটক মোঃ কবির হাওলাদার কচুয়া উপজেলার মাদারতলা গ্রামের মৃত জেহের আলী হাওলাদারের ছেলে।

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)গৌতম কুমার মন্ডল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • শেয়ার করুন