১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:৩২

কচুয়া উপজেলা নির্বাচন : মোটরসাইকেলকে সমর্থন আনারস প্রতীকের  

প্রকাশিত: মে ৭, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের কুচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মীর জায়েশী আসরাফি জেমসকে সমর্থন জানিয়ে নির্বাচনের মাঠ থেকে সরে দাড়ালেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কেএম ফরিদ হাসান। নির্বাচনের একদিন আগে মঙ্গলবার (৭ মে) বিকালে আনারস প্রতীকের চেয়ারম্যান ফরিদ হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে এসে মোটরসাইকেল প্রতীককে সমর্থনের ঘোষণা দেন।

এ উপজেলায় আরও দুইজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এরা হলেন দোয়াত কালম প্রতীকের মেহেদী হাসান বাবু ও ঘোড়া প্রতিকের নাজমা সরোয়ার।

এদিকে নির্বাচনের একদিন আগে এভাবে অন্য প্রার্থীকে সমর্থন দিয়ে উঠে যাওয়ায় ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা বলেছেন এবার ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দীতা হবে মীর জয়শী আসরাফি জেমস ও দোয়াত কলম প্রতিকের মেহেদী হাসান বাবুর সাথে।

এ বিষয়ে জানতে চাইলে আনারস প্রতিকের প্রার্থী কেএম ফরিদ হাসান বলেন, আমরা যৌথভাবে সভা করে মোটরসাইকেল প্রতিককে সমর্থন দিয়েছি। আমার কাছে মনে হয়েছে জেমস উপজেলা পরিষদের চেয়ারম্যান হলে এলাকার মানুষ ভাল থাকবে। এজন্যই আমি তাকে সমর্থন দিয়েছি।

 

  • শেয়ার করুন