৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৫:৫৯

জাতীয় পাবলিক সার্ভিস ডে উপলক্ষে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে ‘সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস ডে-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসকের চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগেরহাট জেলা  প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সেবা গ্রহিতা ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।  সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ভাবনী মনোভাব নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। মানুষকে তথ্য ও সেবা পেতে অফিসে অফিসে ঘুরতে না হয় সেদিকে সজাগ থাকার আহবান জানান।

 

  • শেয়ার করুন