৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:২৭

ঝালকাঠিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. ঝালকাঠি সদর উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের শাক সবজি’র বীজ এবং ফলজ চারা “আম” (আম্রপলি), থাই জাম্বুরা, পেয়ারা ও বারোমাসি সজনে চারা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঝালকাঠির অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ইসরাত জাহান মিলি, ঝালকাঠি সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মদসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় অতিরিক্ত উপ-পরিচালক ইসরাত জাহান মিলি বলেন, শাক-সবজির বীজ ও ফলজ চারা কৃষকদের অনাবাদি পতিত জমিও বসতবাড়ির আঙ্গিনায় আবাদের আওতায় আসবে, যা কৃষকদের পুষ্টির চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।

  • শেয়ার করুন