৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:১১

টাকা আত্মসাতের মামলায় পল্লী সঞ্চয় ব্যংকের মাঠকর্মী কারাগারে 

প্রকাশিত: জুন ১৪, ২০২৩

  • শেয়ার করুন
রামপাল সংবাদদাতা:  রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মাঠকর্মী খান নূরুল আমিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আদালত -২ বিচারক মো. খোকন শেখ উভয় পক্ষের শোনানি শেষে নূরুল আমিনের পূর্বের  জামিনের আদেশ বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যংকের আইন কর্মকর্তা ও বাগেরহাট জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী আবু জাহিদ মল্লিক। নূরুল আমিনের পক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী শেখ আব্দুল ওয়াদুদ। মাঠকর্মী নূরুল আমিনের স্ত্রী ও রামপালের পল্লী সঞ্চয় ব্যংকের সাবেক ম্যানেজার হামিমা সুলতানার বিষয়ে আগামী ধার্য তারিখে সিদ্ধান্ত দেয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রামপাল পল্লী সঞ্চয় ব্যংকের শাখা ব্যাবস্হাপক হামিমা সুলতানা ও তার স্বামী মাঠকর্মী খান নূরুল আমিন ব্যংকের ও গ্রাহকের প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেন। এ ঘটনা নিয়ে বিভিন্ন পত্রিকায় ধারাবাহীকভাবে সংবাদ প্রকাশ করা হলে কর্তৃপক্ষের টনক নড়ে। দীর্ঘ তদন্ত শেষে ব্যংকার দম্পতির বিরুদ্ধে প্রথমে বিভাগীয় মামলার পরে রামপাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়। তাদেরকে সাময়িক বরখাস্ত করে কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাস্ত করা হয়।

  • শেয়ার করুন