প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক. দূর্গা পূজার ছুটিতে হাজারো পর্যটকদের পদচারনায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা। সমুদ্রের নোনা জলে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছে পর্যটকরা। দূর্গা পূজা ও সাপ্তাহিক ছুটিতে এ সকল পর্যটকের আগমন ঘটে। তবে আগত পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ।দীর্ঘদিন পরে দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পরে পর্যটকে মুখরিত সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। প্রতি বছর এই সময় সাগর কন্যা সমুদ্র সৈকতে তেমন পর্যটকদের ভির থাকেনা । কিন্তু দূর্গা পূজা ও সাপ্তাহিক ছুটির কারনে হাজারো পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে সমুদ্র সৈকত কুয়াকাটা। কুমিল্লা থেকে ঘুরতে আসা সাইমা ইসলাম বলেন,সকাল থেকেই সৈকতের নোনা জলে গা ভাসিয়ে নেচে গেয়ে আনন্দ উম্মদনায় মেতেছি আমরা। তবে আগত পর্যটকরা বেশিরভাগিই দূর্গা পুজার ছুটিকে এসেছেন বলে জানান তারা।যশোর থেকে পরিবারসহ ঘুরতে আসা মো বেলায়েত হোসেন জানান. এখানে স্বাভাবিকের চেয়ে খাবারের দাম অনেক বেশি । খাবারের মান সহ সার্বিক পরিস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে আগত পর্যটকরা। আকাশে সাদা মেঘের ভেলা। দক্ষিনের উষ্ণ নির্মল বাতাস, সাগরের নীলজলরাশি। ঈদের ছুটিতে কুয়াকাটা এসে এসব দৃশ্য উপভোগ করতে পেরে অনেকেই মুগ্ধ। অনেকে প্রিয়জনদের সঙ্গে সৈকতে দাঁড়িয়ে সেলফি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রকৃতি। ওয়াটার বাইক, মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করতে দেখা গেছে অনেক পর্যটকদের।