৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৪৩

নানা আয়োজনে বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনের নেতৃত্বে জেলার বিভিন্ন দপ্তর প্রধান ও পর্যটন প্রেমিরা নিজ নিজ গাড়ি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করেন। খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে নতুন পুলিশ লাইন্স, দশানী ট্রাফিক মোড়, বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় ও সাধনার মোড় ঘুরে শোভাযাত্রাটি শালতলা মোড়স্থ জেলা পরিষেদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে ফিতা কেটে পর্যটন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনসহ অতিথিগণ। পরে অতিথিগণ পর্যটন মেলায় আসা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেশীয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন পন্য দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিগণ।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এসময় আরও বক্তব্য দেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয়  বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, প্রত্নতত্ব অধিদপ্তর, বাগেরহাটের কাস্টোডিয়ান মোঃ জায়েদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।

পযটন দিবস আয়োজিত চারদিন ব্যাপি মেলায় বিভিন্ন দেশীয় ও ঐতিহ্যবাহী পন্য নিয়ে ২০ প্রতিষ্ঠান স্টল দিয়েছে। এছাড়া পযটন দিবস উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠিখেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • শেয়ার করুন