প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক. নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাগেরহাটে উঠান বৈঠক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে এই উঠান বৈঠক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। আদর্শ দুঃস্থ মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় এই বৈঠকের আয়োজন করা হয়েছে।এ সময় আদর্শ দুঃস্থ মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী হালিমা বেগমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শাহেলা পারভিন ।বৈঠকে বাল্য বিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এলাকা ভিত্তিক কমিটি গঠন ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।