১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:০৬

ফকিরহাট ছাত্রদলের কর্মী সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাটে ইউনিয়ন ছাত্রদলের কর্মী সভা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ফকিরহাটের কাটাখালীর ষ্টোর সংলগ্ন দলীয় কার্যালয় চত্ত্বরে বেতাগা,লখপুর ,পিলজংঙ্গ ও শুভদিয়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে  কর্মিসভা অনুষ্ঠিত হয়। ফকিরহাটের লখপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ হেলাল উদ্দীন মুন্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা ছাত্রদলের সবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম আহম্মেদ দ্বীপ।
সভায় আরো বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শামীম শিকদার, আসাদুজ্জামান আহাদ, শেখ সোহাগ বাবু, ইয়াহিয়া শেখ সুমন, মোঃ রাকিব শেখ, সৈকত, সোহাগ, মেহেদী আব্দুল্লাহ, আব্দুল্লাহ কাদের সাগর, ফরিদ হাসান রিয়াদ, মোঃ আলী তুহিন, নিয়ামুল ইসলাম, সাকিব মোল্লা, শামসুল আলম শাওন, রেদোয়ান কাদের, নাবিল, জাকারিয়া ও হাওলাদার রথি প্রমুখ। এর আগের একটি বিশাল মিছিল কাটাখালী বাসস্ট্যান্ড চত্তর প্রদিক্ষন করে।এর আগের একটি বিশাল মিছিল কাটাখালী বাসস্ট্যান্ড চত্তর প্রদিক্ষন করে।
আলী সাদ্দাম আহমেদ দ্বীপ বলেন, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর দেশনায়ক তারেক রহমান। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সবাই অংশগ্রহণ করেছেন। কারও ভূমিকা খাটো করা যাবে না। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাঈদসহ নিহত শহীদদেরকে।সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

  • শেয়ার করুন