৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:৩৩

বাগেরহাটের তিন দিনব্যাপী পিঠা উৎসব শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট :বাগেরহাটে তিনদিন ব্যাপি পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বাগেরহাট পৌরসভার রূপা চৌধুরী পার্কে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন প্রধান এই উৎসবের উদ্বোধন করেন। এসময়, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সাংস্কৃতিক সংগঠন অংকুরের সাধারন সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলুসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে, ডিম সুন্দরী, ইলিশ সুন্দরী, শিউলি ফুল, কদম ফুল, পায়েস, কুলি পিঠা, পান পিঠাসহ অর্ধশতাধিক পিঠার পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এই উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬টি স্টল রয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) এই উৎসব শেষ হওয়ার কথা রয়েছে।

  • শেয়ার করুন