৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:১৩

বাগেরহাটের প্রথিতযশা আইনজীবী শাহিন সিদ্দিকী লাইফ সাপোর্টে

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের প্রথিতযশা আইনজীবী শাহিন সিদ্দিকী গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। শাহিন সিদ্দিকীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন তার সহকর্মীসহ শুভাকাঙ্খিকরা। শারীরীক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হসপিটাল লাইফ সাপোর্ট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার একমাত্র ছেলে আসিফ সিদ্দিকী (দীপ্ত)।

অ্যাডভোকেট শাহীন সিদ্দিকী বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাগেরহাট ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদকসহ  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। শাহিন সিদ্দিকীর একমাত্র ছেলে আসিফ সিদ্দিকী (দীপ্ত)  পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

গত ২৮ অক্টোবর ঢাকার স্কয়ার হসপিটালে তার শরীরের হার্টের ভালভ প্রতিস্থাপন করেন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আবারো স্কয়ার হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্ট আছেন।

 

 

  • শেয়ার করুন