১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:৩৭

বাগেরহাটের মেরেলগঞ্জে দেশী তৈরী  আগেয়াস্ত্রসহ আটক ২

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে মোঃ রাজু শরীফ (৩০) ও মোঃ ফারুক শরীফ (৪৮) নামে দুই যুবককে আটক করেছে  র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৬)।  শুক্রবার (১৯এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পঞ্চকরণ নতুন বাজারের মধ্যে অভিযান চালিয়ে তাদের আট করা হয়।

এসময় তাদের থেকে দেশী তৈরী পাইপ গ্নান, দুইটা লোহার রড, একটা রানদা,  একটা সাইনিজ কুড়াল,  ও একটা ছোরা উদ্ধার করা হয়।

মামলা দায়ের পূর্বে আটককৃতদের  মোড়েলগঞ্জ থানায়  হস্তান্তর করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

শনিবার (২০ এপ্রিল) সকালে  মোড়েলগঞ্জে থানা পুলিশ  আটককৃতদের আদালতে  প্রেরন করেছে ।

আটককৃতরা হলেন মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ  গ্রামের  মজিদ শরীফের ছেলে মোঃ রাজু শরীফ ও একই গ্রামের মৃত তাহেম আলী শরীফের ছেলে  মোঃ ফারুক শরীফ।

মোরেলগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, র‌্যাব-৬ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ দুইজনকে আটক করে থানায় দিয়েছে।তাদের বিরুদ্বে থানায় মামলা দায়েরের পর  শনিবার দুপুরে আসামিদের  আদালতে প্রেরন করা হয়েছে।#

  • শেয়ার করুন