৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:০৬

বাগেরহাটের মোরেলগঞ্জে  বৃদ্ধকে কুপিয়ে আহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোরেলগঞ্জে জালাল শেখ (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে মোরেলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে।

আহতের মেয়ে সাদিয়া বেগম জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আমার আপন ছোট চাচা ফারুককে অন্য দুই চাচা আশরাফ ও জাহাঙ্গীরসহ তাদের দুই ছেলে সেলিম ও ছগির অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এসময় আমার ভাই সজিব প্রতিবাদ করলে বুধবার রাতে বাড়ির খড়ের গাদায় আগুণ ধরিয়ে দেয়। পরের দিন আমার বাবা জমিতে ধান রোপন করতে গেলে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত আটটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে চিকিৎসকরা।

তিনি আরও বলেন, আমার বাবার অবস্থা তেমন ভালো না। আমার বাবার ওপর হামলাকারীদের বিচার দাবী করি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন বলেন, হামলার বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

 

 

 

  • শেয়ার করুন