৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:১৯

বাগেরহাটে অপহরণকারীদের মোটরসাইকেলসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ঘর ভাড়ার কথা বলে মিজানুর রহমান বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে ডেকে নিয়ে অপহরণ, মারধর, মোটসাইকেল ছিনতাই ও মুক্তিপন দাবির অভিযোগে স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বাগেরহাট শহরের শালতলা এলাকা থেকে এদের আটক করা হয়। এসময় অপরাধিদের দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নন্দনগর গ্রামের আঃ হামিদের চেলে শাহাদাৎ হোসেন ও বাগেরহাট সদর উপজেলার কাপালি বন্দর এলাকার আইয়ুব আলী শেখের মেয়ে রানী খানম।

বুধবার (৩০ অক্টোবর) আটককৃতদের বিরুদ্ধে মিজানুর রহমান বাদশা মিয়া বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। আটক আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাদী মিজানুর রহমান বাদশা মিয়া বাগেরহাট শহরের হরিণখালা এলাকার পান্না মিয়ার ছেলে। তার সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পাটরপাড়া এলাকায় একটি বাড়ি রয়েছে, যা তিনি নিয়মিত ভাড়া দিয়ে থাকেন।

মামলার বাদী মিজানুর রহমান বাদশা মিয়া বলেন, মঙ্গলবার সকালে আমার স্ত্রী দিলরুবা আক্তারের মুঠোফোনে ফোন করে পাটরপাড়ার ঘরভাড়া নেওয়ার কথা বলেন এক ব্যক্তি। ঘর দেখাতে পাটরপাড়া এলাকায় গেলেই নাম জিজ্ঞাস করে নিশ্চিত হয়েই আসামীরা আমাকের মারধর শুরু করে এবং আমার হাতে থাকা স্যামসাং গ্যালাক্সী এ্যান্ড্রয়েড মুঠোফোন নিয়ে যায়। মোটসাইকেলের চাবি নিয়ে যায় তারা। পরে তারা জোরপূর্বক আমাকে পিঞ্জু শেখ নামের এক ব্যক্তির মোটরসাইকেলে উঠিয়ে পাটরপাড়ার পশ্চিমডাঙ্গা এলাকার একটি ফাকা জায়গায় নিয়ে যায়, সেখানেও আমাকে মারধর করে। এক পর্যায়ে বেলা সাড়ে ১০টার দিকে কারাপাড়া গ্রামের কামারবাড়ি ব্রীজের পাশে একটি ফাকা জায়গায় নিয়ে আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং মানিব্যগে থাকা ১৮ হাজার টাকা নিয়ে যায়। বাকি ৯ লক্ষ ৮২ হাজার টাকা নিয়ে আমার স্ত্রীকে ঘটনাস্থলে আসতে বলে অপহরণকারীরা। আমার আইনজীবি সাজ্জাদ হোসাইনকে বিষয়টি জানিয় এভং তাদের কথামত ঘটনাস্থলে আসে। তখন আমার স্ত্রীকেও মারধর শুরু করে অপহরণকারীরা। এর মধ্যে আমার বন্ধু আইনজীবি সাজ্জাদ হোসাইন পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসলে অপহরণকারীরা তাদের ব্যবহৃত দুটি মোটসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ শালতলা এলাকা থেকে শাহাদাৎ হোসেন ও তার স্ত্রী রানী খানমকে আটক করে। আমি অন্য আসামীদের গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি করছি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

  • শেয়ার করুন