১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:৫৮

বাগেরহাটে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকা থেকে এক নারীসহ দুই মাদককারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত হলেন, বাগেরহাট শহরের হাড়ি খালি পশ্চিম পাড়াস্থ এলাকার আব্দুস সালাম শেখ এর মেয়ে নওশীন পূরবী ওরফে ডালিয়া (৩০)  ও কুষ্টিয়া জেলা সদরের দহখোলা এলাকার মহিউদ্দিন শেখের ছেলে  শেখ ফরিদ (২৫) ।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ইয়াবা বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হাড়িখাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এক নারীসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের বাসায় তল্লাশী চালিয়ে  ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  এঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের  মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরন করা হয়েছে।

  • শেয়ার করুন