২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:২৮

বাগেরহাটে এনডিএফ বিতর্ক উৎসবে মিলন মেলা

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. ‘যুক্তির আলোয় মুক্তির জয় গান’ স্লোগানে বাগেরহাটে প্রথমবারের মতো এনডিএফ বিডি জেলা বিতর্ক উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিতার্কিকরা জড়ো হয় শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ,বাগেরহাট জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। বেলা বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থী ও বিতার্কিকদের মিলন মেলায় পরিনত হয় এই উৎসব। এতবড় বিতর্ক উৎসবে অংশগ্রহন করতে পেরে খুশি বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। অনুষ্ঠানে বক্তব্য দেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম  শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন  বাংলাদেশ এর মহাপরিচালক এম  আলমগীর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব চৌধুরী প্রমুখ। এসময়, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, বিতর্ক উৎসব আয়োজক কমিটির আহবায়ক এস কে এ হাসিব, সদস্য সচিব শেখ সাকির হোসেন, প্রধান সমন্বয়ক আবিদা সুলতানা, সমন্বয়ক মাহবুবুর রহমান সুজন, সরদার ইনজামামুল হকসহ ৫ শতাধিক বিতার্কিক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিদের স্মারকলিপি প্রদান শেষে একে একে জনপ্রিয় শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক,  পেশাজীবী বিতর্ক, প্লানচেট  বিতর্ক প্রদর্শনী, সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং  এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরের পরে শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী  বিতর্ক  কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আসা কৃতি বিতার্কিকরা প্রশিক্ষন প্রদান করেন এই কর্মশালায়।

সন্ধ্যায় পুরুস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম।

বিশেষ অতিথি ছিলেন, কর কমিশনার মহিদুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের প্রধান বিপনন কর্মকর্তা শাহ জামাল, বসুন্ধরা গ্রুপের ডিজিএম মাসুদুর রহমান।

আয়োজকরা জানান, বাগেরহাটের শিক্ষার্থীদের মধ্যে কুসংস্কার দূর করতে এবং তাদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন। বাগেরহাট জেলার নয়টি উপজেলার শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক এবং সংগঠকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই আয়োজনটি। এই আয়োজনটি বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ বিতার্কিক গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

 

  • শেয়ার করুন