১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:২৮

বাগেরহাটে এবার নিখোজঁ শিশুর বাবাকে হুমকি

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গোলারচক গ্রাম থেকে নিখোঁজ হওয়া শিশু আহমদ উল্লাহ রাজের বাবা কে হত্যার হুমকি ও গালিগালাজ করছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজের বাবা আলাউদ্দিন মোল্লা মোল্লাহাট থানায় সাধারণ ডায়েরি করেছেন।তিনি বলেন, কিছু দিন ধরে অজ্ঞাত নামা লোকজন আমার চলাফেরা ও গতিবিধি অনুসরন করছেন। রাতের বেলায় তারা আমার বাড়ির আশে পাশে এসে আমার নাম ধরে গালি গালাচ করে । আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলে। সব শেষ সোমবার (৬ জানুয়ারি) দিবাগত গভীর রাতে  অনুমানিক ১টার দিকে আমাদের বসত ঘরের গেইটের সামনে এসে আমার নাম ধরে অকথ্য ভাষায় গালি গালাছ করে ও হত্যার হুমকি দেয়। তখন ঘরের মধ্যে বসে উচ্চশ্বরে ডাকচিৎকার দিলে, আশপাশের লোকজন ছুটে চলে আসে গালিগালাজ করা লোকজন পালিয়ে যায়। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ২২ নভেম্বর, শুক্রবার বিকেলে বাড়ির সামনে থেকে আমার ছেলে আহমদ উল্লাহ রাজ (০৯) নিখোজ হয়। এর ৮দিন পর ৩০ নভেম্বর পিরোজপুর জেলার পাড়েরহাট নৌপুলিশ কচানদী থেকে অজ্ঞাত অর্ধগলিত এক শিশুর মরদেহ উদ্ধার করে।পরে পরিচয় না পাওয়ায় প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে, আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন সম্পন্ন করে নৌপুলিশ। বিষয়টি জানতে পেরে আমরা ওই শিশুকে আমাদের সন্তান বলে দাবি করি। এরপর থেকেই মূলত আমাকে এভাবে হয়রাণি করা হচ্ছে। আমি যাতে আমার ছেলে হত্যার বিচার না চাই, এজন্যই মূলত হত্যাকারী ও মাদক ব্যবসায়ীরা এভাবে ভয় দেখাচ্ছেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, নিখোজ রাজের বাবা সাধারণ ডায়েরী করেছেন। রাজের নিখোজ হওয়া, কচা নদীতে অজ্ঞাত মরদেহ পাওয়া এবং হুমকি সব বিষয় সামনে রেখে তদন্ত করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • শেয়ার করুন