৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:৩৬

বাগেরহাটে কৃষি বিপ্লবে পানির ব্যবস্থাপনার বিকল্প নেই

প্রকাশিত: জুন ১২, ২০২৩

  • শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি: ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যম খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২জুন) সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: রুবাইয়া তাসনীম।

এসময় বক্তব্য দেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যম খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি, বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তম্ময় দত্ত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ আরও অনেকে। মতবিনিয়ম সভায় বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, কৃষি উদ্যোক্তা ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা অংশ নেন।

প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে কীভাবে প্রতিকূল অবস্থায় কাজ করা যায় সেই উদ্যোগ নেয়া হচ্ছে। অনেক অঞ্চলে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। ফলে ফসলের ক্ষতি হচ্ছে। এসব নিয়ে রিসার্চ করে লবণসহিষ্ণু ধান উৎপাদন করা হবে। অনেক অঞ্চলে ধান উৎপাদনে বেশি পানি লাগে। এসব এলাকায় কীভাবে কম পানি দিয়ে ধান উৎপাদন করা যায় সেই উদ্যোগও নেয়া হবে। আমরা এসব বিষয়ে প্রকল্পের আওতায় আরও বেশি কাজ করার সুযোগ পাবো।  এক ফসলীর জমিতে একাধিক ফসল উৎপাদনে সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় মতবিনিময় সভায় আগত অংশগ্রহন কারীরা বাগেরহাটে কৃষি বিপ্লবে পানির ব্যবস্থাপনার বিকল্প নেই বলে একমত পোষণ করেন।

  • শেয়ার করুন