১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:৩৮

বাগেরহাটে চিংড়ি ঘেরের বাসা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

প্রকাশিত: জুলাই ৩, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের দুটি আগ্নেয়াস্ত্রসহ মোঃ হানিফ হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে দশটার দিকে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের  সরকার ডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। পরে হানিফ হাওলাদারের ঘেরের বাসা থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশের ক্রসফায়ারে নিহত কারাপাড়া এলাকার আপনের অস্ত্র বলে পুলিশকে জানিয়েছে আটক হানিফ হাওলাদার।
আটক  মোঃ হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। মোঃ হানিফ হাওলাদারের ঘের ব্যবসা রয়েছে এবং মাঝে মাঝে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকার সরকার ডাঙ্গা থেকে দুটি আগ্নেয় অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু’একজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পূর্বক হানিফ হালদারকে আদালতে সোপর্দ করা হবে।

  • শেয়ার করুন