৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:১০

বাগেরহাটে ট্রাকসহ দুই চোর আটক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ট্রাকসহ আন্তজেলা ট্রাক চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১২ আগস্ট) রাতে জেলার চিতলমারী উপজেলার বড়গুনি বড় বাজার এলাকা থেকে ট্রাকসহ চোরদের আটক করা হয়। আটককৃতদের ট্রাকসহ নরসিংদী জেলার শিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খানাপার গ্রামের ইব্রাহিম চৌধুরী(২৯) এবং তার সহযোগী ২। মোঃ রাজু মোল্লা (২৬)।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, র্দীঘদনি ধরে একটি চক্র বিশেষ  মাস্টার চাবি দিয়ে কৌশলে বড় বড় (১৬১৫ মডলে) এর ট্রাক চুরি করে আসছলি। গেল ০১ জুন চক্রটি বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজার থেকে একটি বড় ট্রাক চুরি হয়। চোর শনাক্ত ও ট্রাক উদ্ধারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে শনিবার রাতে ট্রাকসহ দুইজনকে আটক করা হয়। ওই ট্রাকটি গেল ৬ আগস্ট রাতে নরসিংদী জেলার শিবপুর থানা থেকে চুরি করে এনেছিল তারা। ঢাকা মেট্রো-২২-০৬২৯ নম্বরের ট্রাকটির নাম্বার প্লেটটি তারা কৌশলে পরিবর্তন করে ফেলেছিল। আটককৃতদের শিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

  • শেয়ার করুন