১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৬:৩৩

বাগেরহাটে নববর্ষের শোভাযাত্রা, ৭ দিন ব্যাপী মেলা শুরু

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে  শহরের ষ্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তন  প্রাঙ্গনে শেষ হয় । শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ অংশ।  মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, হইহুল্লোড়ে তৈরি হয় অন্যরকম আমেজ। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে  ৭দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ।  এসময় পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন