৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:১০

বাগেরহাটে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদ্‌যাপন

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হচ্ছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।

সকাল সাড়ে ৬টায় বাগেরহাট শহরের দশানী এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। সকাল ৮টায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অভিবাদন ও কুচকাওয়াজে অংশ নেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।

অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান,বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল,জেলা কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করার কথা রয়েছে।

  • শেয়ার করুন