৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:২৪

বাগেরহাটে নানা আয়োজন শ্রীকৃষ্ণের জন্মষ্টামি উদযাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে নানা আয়োজনে ভগমান শ্রীকৃষ্ণের জন্মষ্টামি উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিলয় কুমার ভদ্রের সভাপতিত্বে শহরের শালতলা মোড়ে হরিসভা মন্দিরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।

এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট, বাগেরহাটের সভাপতি শিব প্রসাদ ঘোষ, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস প্রমুখ।

আলোচনাসভা শেষে শালতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হরিসভা মন্দিরে এসে শেষ হয়। র‌্যালীতে সনাতন ধর্মালম্বী সহস্রাধিক পুন্যার্থী অংশগ্রহন করেন।

  • শেয়ার করুন