১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৪:৫৩

বাগেরহাটে নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে নার্সদের কর্মবিরতি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট.   নার্সিং পেশা ও নার্সদের কটুক্তি করায় ডিজিএনএম-এর মহাপরিচালক মাকসুরা নূরসহ অধিদপ্তরের নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং দক্ষ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি এবং কর্মবিরতি পালিত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে জড় হয়ে বাগেরহাটে কর্মরত নার্স, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই কর্মসূচি পালন করেন।১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন নার্সরা। মানববন্ধনে বক্তব্য দেন,বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শামসুন্নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর ভারপ্রাপ্ত ইনচার্জ কনিকা মিস্ত্রি, সিনিয়র স্টাফ নার্স ফারজানা জামান, নাজমুন্নাহার হীরা, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের  তৃতীয় বর্ষের  শিক্ষার্থী কুতুবউদ্দিন, নিশি সুলতানা।

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে।এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চ পদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। আমাদের মাথার উপরে থেকে তারা আমাদেরকে অপমান করেন, আমাদের শোসন করেন। এরপরেও ডিজিএনএম-এর মহাপরিচালক মাকসুরা নূর নার্সিং ও মিডওয়াইফ পেশা নিয়ে কটুক্তি করেছেন। আমরা মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগসহ শাস্তি চাই। অনতিবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসনে নার্সদের নিয়োগ এবং অধিদপ্তরে নার্সদের জন্য স্পেশাল বিসিএস প্রনয়নের দাবি জানান তারা। দাবি না মানলে আগামী কাল ২ঘন্টার কর্মবিরতির ঘোষনা দেন নার্সরা।

  • শেয়ার করুন