২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৩১

বাগেরহাটে নির্মাণাধীন বীরনিবাস ভেঙ্গে  ফেলার অভিযোগ  

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সরোশপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত  হোসনের  নির্মাণাধীন বীর নিবাসের আংশিক ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে বি এম রহমান পিকিং নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় কোদালিয়া   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লাহাট থানায় অভিযোগ দিয়েছেন।

তিনি বলেন, আমার ইউনিয়নে ১০ টি বীর নিবাস নির্মাণ হচ্ছে। ৯ টা বীর নিবাস  সুন্দর  ভাবে  নির্মাণ  শেষ হয়েছে। কিন্তু মুক্তিযোদ্ধা লিয়াকত  হোসনে  বীর নিবাসের কাজ অনেকটা সম্পন্ন হলেও, সাদ ঢালাই বাকি ছিল। জমি  নিয়ে বিরোধের জেরে সোমবার  রাতে  তার ভাতিজা  বি এম রহমান পিকিং  নির্মাণাধীন ওই ঘর ভেঙ্গে ফেলেছে। এর সুষ্ঠ বিচার হওয়া প্রয়োজন।

মোল্লাহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আশরাফুল ইসলাম  বলেন, মুক্তিযোদ্ধার জন্য নির্মানাধীণ বীর নিবাস ভেঙ্গে ফেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে কথা বলার জন্য বি এম রহমান পিকিং-য়ের সাথে কথা বলার জন্য বারবার ফোন করা হলেও, তিনি ফোন রিসিভ করেননি।

  • শেয়ার করুন