৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১১:৩২

বাগেরহাটে “নোনা জলের কান্না” নাটক প্রদর্শনী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক . বাগেরহাটে উপকূলের দু:খ দূর্দশা সাধারণ মানুষ কে জানাতে “নোনা জলের কান্না” শিরোনামে নাটক প্রদর্শনী করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের এসিলাহা মিলনায়তনে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আয়োজনে এই নাটক প্রদর্শন করা হয়।
নাটকের মাধ্যমে উপকূলের মানুষের জীবনের নানা সমস্যা ও লবন পানির প্রভাব তুলে ধরা হয়। লবন পানির ফলে উপকূলের মানুষের শারীরিক ও মানসিক প্রভাব উলে­খ করা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি, লবনাক্ততা দূরিকরন, সুপেয় পানি নিশ্চিত করতে, জেন্ডার সংবেদনশীল সরকারী সেবা নিশ্চিত, যে কোন দুর্যোগ যেমন ঝড়, বন্যা, খরা ,নদী ভাঙন রোধ করার উপায় দেখান অভিনয় শিল্পিরা।
নাটক প্রদর্শণ শেষে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মনজুরুল হাসান মিলনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তড়িৎ চন্দ্র শীল, জেলা দূর্যোগ ও ত্রান বিষয়ক কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ শেখ রিয়াদুজ্জামান, কৃষি প্রকৌশলী লুনা রানী মলি­ক প্রমুখ।
বক্তারা বলেন, জয়বায়ু পরিবর্তন ও লবনাক্ততার চরম ঝুকিপূর্ণ একটি জেলা বাগেরহাট। এখানে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান আয়োজকরা।

  • শেয়ার করুন