৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:১৮

বাগেরহাটে পর্যটকদের নিরাপদ খাবার পরিবেশন ও আচরণ সম্পর্কে  মতবিনিময় 

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে পর্যটকদের নিরাপদ খাবার পরিবেশন ও আচরণ সম্পর্কে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় অর্ধ  শতাধিক হোটেল মালিকরা অংশ নেন।

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য দেন বাগেরহাট টুরিস্ট পুলিশের পরিদর্শক নুরুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক ভাস্কর চন্দ্র দে, ষাটগম্বুজ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক  ইব্রাহিম আকুঞ্জি, বাগেরহাট নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার  সভাপতি আলী আকবর টুটুল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সহ ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

বক্তারা বলেন,পর্যটকদের নিরাপদ খাবার পরিবেশন ও সততা-নিষ্ঠার সাথে ভাল আচরণ করতে হবে। একজন পর্যটকের সাথে এমন আচারণ করা উচিত যাতে সে তার দেশে ও এলাকায় গিয়ে প্রশংসা করেন। তাই মানসম্মত খাবার তৈরী করাসহ পরিবেশ সম্ম্ত পরিবেশন করতে পারলে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন তেমনি পর্যটক খুশি হবেন। ।

 

  • শেয়ার করুন