৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:১৩

বাগেরহাটে পুরাকীর্তি সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের প্রাচীন ঐতিহ্যবাহী পুরাকীর্তি সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। বুধবার (১ জানুয়ারী) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল ইসলামের কাছে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির সদস্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, বাগেরহাট জেলায় বহু ঐতিহ্যবাহী পুরাকীর্তি রয়েছে, যা এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জ্ঞানের সমৃদ্ধ অতীতকে ধারণ করে। বর্তমানে সঠিক সংরক্ষণের অভাবে এই পুরাকীর্তি নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে, দশ গম্বুজ মসজিদ, খান জাহানের সমাধি, পীর আলী তাহের এর সমাধি, রেজা খাঁ মসজিদ, খান জাহান এর সমাধি সংলগ্ন মসজিদ, খানজাহানের বসতভিটা, জিন্দা পীরের সমাধি, আদিনা প্রত্ন ঢিবি, মোরেলগঞ্জের মোড়েল সাহেবের বাড়িসহ বেশ কছু নিদর্শন ঝুঁকিতে রয়েছে। এসব নিদর্শন যথাযথ সংরক্ষণ ও সংস্কারের জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানানো হয়েছে স্মরকলিপিতে।
ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্যরা জানান, এই পুরাকীর্তিগুলো সংরক্ষণ এবং সংস্কারের মাধ্যমে বাগেরহাটের ঐতিহ্যকে কেবল স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা সম্ভব। পাশাপাশি, এটি ইতিহাস রক্ষার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।
ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাগেরহাট এর সভাপতি কাজী মাহফুজুর রহমান বলেন, বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ইতোমধ্যে স্থান পেয়েছে। এর আশপাশের ঐতিহাসিক স্থানগুলোও যথাযথ সংরক্ষণ করা উচিত।
বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন।
  • শেয়ার করুন