২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৪৭

বাগেরহাটে প্রেসরিলিজ গাইড লাইন ও ভিডিও এডিটিং কর্মশালা

প্রকাশিত: মার্চ ৩, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে প্রেসরিলিজ গাইড লাইন ও ভিডিও এডিটিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৩ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),বাগেরহাট কার্যালয়ে অণুষ্ঠিত কর্মশালায় বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ ও খুলনার ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহন করেন।
সকালে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিবিআই, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান। এসময়, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির রিপোর্টার আলী আকবর টুটুলসহ পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের বাগেরহাট জেলা প্রতিনিধি এসএস শোহান। ভিডিও এডিটিং বিষয়ক প্রশিক্ষক ছিলেন সময় টিভির চিত্র সাংবাদিক আমিনুল ইসলাম। প্রশিক্ষনে প্রেস রিলিজ লেখার বিভিন্ন ধাপ, কৌশল এবং ভিডিও এডিটিংয়ের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্যতিক্রমি এই প্রশিক্ষনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন পুলিশ কর্মকর্তাগণ।

  • শেয়ার করুন