৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৪০

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সনাক্ত ১৫

প্রকাশিত: জুলাই ৫, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত দুই সপ্তাহে বাগেরহাট জেলা হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। বুধবার (০৫ জুলাই) বিকেল পর্যন্ত হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। অবশিষ্টদের মধ্যে কেউ কেউ সুস্থ্য হয়েছেন। কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সনাক্ত হওয়া রোগীরা বাগেরহাটের বিভিন্ন এলাকার বসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জেলা হাসপাতাল ছাড়াও  উপজেলা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স কোন রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুধু ডেঙ্গু নয়, বাগেরহাট জেলা হাসপাতালে অন্যান্য রোগীও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বহির্ভাগে সহস্রাধিক রোগী বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে বিভিাগে চিকিৎসা নিচ্ছেন। যার বেশিরভাগ জ্বর সর্দি জনিত রোগে আক্রান্ত রোগী।

এদিকে ডেঙ্গু যাতে ছড়াতে না পারে সে লক্ষে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, বাগেরহাট জেলা হাসপাতালে প্রায়ই ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে। গেল  দুই সপ্তাহে ১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এছাড়া দিনে সহাস্রাধিক রোগী বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে বিভিাগে চিকিৎসা নিচ্ছেন। যার বেশিরভাগ জ্বর সর্দি জনিত রোগে আক্রান্ত রোগী। বর্তমানে ২৪৭জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেছেন, বাগেরহাট জেলা সদর হাসপাতাল ছাড়া অন্য উপজেলা গুলোতে ডেঙ্গু রোগী সনাক্ত হয়নি। ডেঙ্গু যাতে জেলায় ছড়িয়ে না পড়ে সে লক্ষে আমরা বিভিন্ন সভা সেমিনারে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছি। বাড়িঘর, বাজার ও রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

  • শেয়ার করুন