৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:১৯

বাগেরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট: বাগেরহাট যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজে ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে কলেজ প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, সহকারি পরিচালক মোঃ ইনামুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম ছায়েদুর রহমান, কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খাতুন, প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার এবং শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন অতিথিগণ।

 

  • শেয়ার করুন