১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৪৭

বাগেরহাটে বাসের ধাক্কায় মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি নিহত

প্রকাশিত: জুন ২৩, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় খোদেজা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারি জামির আলী নিহত হয়েছেন। রবিবার (২৩ জুন)  বেলা ১১টায় খুলনা মাওয়া মহাসড়কের ফকিটহাটের আরা পাম্পের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামির আলী ঘটনাস্থলে নিহত হন।

পরিবারের সদস্যরা জানায়, খুলনা যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায়  জামির আলী গুরুত্বর আহত হন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার শাওন কুমার দাস বলেন,বাসের ধাক্কায়  জামির আলী  নামের এক ব্যাক্তিকগুরুত্বর আহত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। পরিক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করা হয়। দূর্ঘটনার পর পরেই তার মৃত্য হয় বলে জানান তিনি।

নিহত জামির আলী ফকিরহাট উপজেলা সদরের আট্টাকি গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় খোদেজা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারি ছিলেন।

  • শেয়ার করুন