প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের পুরাতন জেলখানা রোডস্থ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের স্কুল প্রাঙ্গণে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব খন্দকার নাজমুল হকের সহযোগিতায় ঈদ সামগ্রিক বিতরণ করেন। এ সময় বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বুদ্ধি প্রতিবন্ধীরা ঈদের সামগ্রী পেয়ে খুশি।