৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:২৭

বাগেরহাটে ব্র্যাক কার্যালয় পরিদর্শন করলেন ইউএনও

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ব্র্যাক রিজিওনাল অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন  বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরাশেদুজ্জান। সোমবার (২৫ মার্চ) সকালে   বাগেরহাটের সদরে সুন্দরঘোনা রিজিওনাল অফিসে পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার (ডাবি) মোঃ  নূরুল ইসলাম, ডিভিশোনাল  (আর এ ইউ) ম্যানেজার  মোঃ আবু সাঈদ,  ব্র্যাক জেলা সমন্বয়ক  এস এম ইন্দিস আলম, দক্ষতা উন্নয়ন কর্ম সূচির জেলা ব্যাবস্থাপক কাকোলি হালদার, প্রোগ্রাম  অরগানাইজেশান, মোঃ আলমগির হোসেনসহ  টেইলরিং এন্ড ড্রেস মেকিং মহিলা, বিউটি পার্লার স্যালন মহিলা, আইটি সাপোর্ট টেকনিশিয়ানল, মোবাইল ফোন সার্ভিসিং,  উড ফার্নিচার  মেকার প্রশিক্ষণ নিতে আশা , ৫০ জন  শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃরাশেদুজ্জান  বলেন, সর্বপ্রথমে ব্র্যাক  ধন্যবাদ জানাই। তারা শিক্ষা থেকে ঝরে পড়া মানুষদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের আত্রকেন্দ্রিক করে গড়ে তুলছে। সবাই এখানে প্রশিক্ষণ করে যেন নিজে নিজে সবলম্বে হতে পারে সে বিষয় পরামর্শ দেন তিনি।

  • শেয়ার করুন