১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:২৭

বাগেরহাটে মাদক সেবনের অভিযোগে  ১১ তরুন গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাট  মাদক সেবনের অভিযোগে ১১ তরুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায় এবং এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল বনফুল স্কুল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে  মাদক সেবনের অভিযোগে ১১জনকে গ্রেপ্তার করে। এসময় এদের তিনজনের নিকট থেকে ৪৫গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন আতাউর রহমান ওরফে শেখ সোহান (২৬), মোঃ নাহিদুল মোল্লা (১৯), মোঃ তরিকুল সরদার (২২), শেখ রিয়াদ হোসেন (২২), মোঃ মিরাজুল ইসলাম (২২), মোঃ সাব্বির হোসেন (২১), রেজওয়ান আহম্মদ (২০), আসিফ শিকদার (২১), মোঃ মুস্তাকিন শেখ (২১), মোঃ হৃদয় হাওলাদার (২০), শেখ রাজিন হোসেন হৃদয় (২৬)। গ্রেপ্তারকৃতরা উপজেলা পাগলা-শ্যামনগর এবং পাগলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, মাদক সেবনের অভিযোগে ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শনিবার বিকেলে তাদেরকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • শেয়ার করুন