প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে সিপি বাংলাদেশ লিমিটেড নামের একটি হ্যাচারীতে গলদা পোনার জন্য মেয়াদোত্তীর্ণ খাবার পাওয়া যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান সদর উপজেলার শ্রীঘাট এলাকায় হ্যাচারিতে অভিযান চালিয়ে এই জরিমানার আদেশ দেন।
তিনি বলেন, গলদা চিংড়ির পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লিমিটেডের ফ্রীজে এক বছর আগের মেয়াদ উত্তীর্ণ খাবার সংরক্ষণ করা ছিল। খাবারগুলো গলদার রেনু পোনার জন্য রাখা হয়েছিল। এছাড়া বিদেশ থেকে আমদানিকৃত ৪৬ প্যাকেট খাবার ধ্বংস করা হয়।
দায় স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের লিপ্ত হবে না বলে জানিয়ে পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ নাঈম বলেন, আমরা জরিমানার টাকা পরিশোধ করেছি। ভবিষ্যতে আমরা সব ধরণের নিয়ম মেনে পোনা উৎপাদন করব।