প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে লক্ষে গনমাধ্যম কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ-কানাডীয় তহবিলের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াদা এর বাস্তবায়নে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী শহরের ধানসিড়ি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) অরবিন্দ বিশ্বাস।
এসময়, দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ-এর ফাস্ট সেক্রেটারী মার্কুস ডেভিস, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক মো:আব্দুল কাদের, দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ-এর সিএফএলাই প্রজেক্টের কো-অর্ডিনেটর সামিয়া করিম, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, ওয়াদা এর চেয়ারম্যান নিলুফা আক্তার ইতি, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো:আল-আমীন সরদারসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বাগেরহাটে কর্মরত বিভিন্ন গনমাধ্যমের ৩০ জন প্রতিনিধিরা অংশগ্রহন করেন। কর্মশালায় স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন, গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক দক্ষতা উন্নয়ন, প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়।