৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:১৭

বাগেরহাটে রাতের আধাঁরে অধ্যক্ষের বাসায় দূবৃর্ত্তদের হামলা ও ভাংচুর

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষের বাস ভবনে দূবৃর্ত্তরা হামলা ও ভাংচুর করেছে। রবিবার (২৪ মার্চ) গভীর রাতে হরিণখানা এলাকায় অধ্যক্ষের বাস ভবনে ইট পাটকেল নিক্ষেপ করে ভবনের  কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় অধ্যক্ষ মোসা : ফারহানা আক্তার বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছে।

অধ্যক্ষ মোসা: ফারহানা আক্তার বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত দুইটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখি জানালার গ্লাস ভাঙ্গা এবং গ্লাসের ওপর ই্ট পাটকেল নিক্ষেপ করছে। পরে ডাকচিৎকার করলে দুইজন ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে জানালার গ্লাস ভাংচুর দেখতে পায়। অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি।এর আগে কয়েকবার জানালার গ্লাস,বিদ্যুৎতের লাইন,টিউবয়েলের ক্ষতি করে আসছে কিছু লোকজন। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইদুর রহমান বলেন, মুঠোফোনে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশাকরি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

  • শেয়ার করুন