১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৫:১৩

বাগেরহাটে শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটের কচুয়ায় শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা‘র শিক্ষা কর্মসূচির অধীনে বাধাল বাজার ব্রাঞ্চের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, আশার জেলা ব্যবস্থাপক মোঃ মিলন মিয়া, কর্মকর্তা তাহারিন ফেরদাউস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আতিকুর রহমান, সহকারি শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, প্রদীপ কুমার মন্ডল, বাধাল বাজার শাখার ব্যবস্থাপক শেখ হামিদুজ্জামান, শিক্ষা সুপারভাইজার মোঃ রনি শেখ প্রমুখ। সভায় বিদ্যালয়ের শিক্ষক ও ৮০ জন অভিভাবক অংশগ্রহন করেন।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন এলাকায় আর্থিক সংকটের কারণে প্রতিনিয়ত শিক্ষার্থী ঝড়ে পড়ার ঘটনা ঘটে। এসব শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে আশা‘র শিক্ষা কর্মসূচি সারা বাংলাদেশে কাজ করছে। সারা বাংলাদেশে ৬৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেনির শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ ও শিক্ষার গুনগতমান এবং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে আমরা কাজ করছি। শিক্ষা কর্মসূচির অধীনে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতা করা হয়।

  • শেয়ার করুন