প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে সেচ্ছাশ্রমে ২ কিলোমিটার বেরিবাধ নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভৈরব নদীর পাশে চাপাতলা গ্রামের বেড়িবাধ নির্মাণ কাজ শুরু করে জামায়াতের দুই শতাধিক নেতাকর্মী। বেলা বাড়ার সাথে সাথে ক্ষতিগ্রস্থ ও ঝুকিপূর্ণ বাঁধটি দৃশ্যমান হয়ে ওঠে। স্বেচ্ছায় বাঁধ নির্মান করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীরা জানান, চাপাতলা গ্রাম সংলগ্ন বাঁধিট ১৫ থেকে ১৬ বছর ধরে ক্ষতিগ্রস্ত ছিল। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ফসলি জমি ও জলোচ্ছ্বাসের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হত। সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেও মেলেনি কোন প্রতিকার। আজকে জামায়াতের নেতাকর্মীরা এই বেরিবাঁধ নির্মান করে দেওয়ায় আমরা একটু শান্তিতে থাকতে পারব।
বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ডা. ফেরদৌস আলী বলেন, প্রায় দুই শতাধিক নেতাকর্মী এই বাঁধ নির্মানে অংশগ্রহন করেছেন। আমরা বিশ্বাস করি এই বাঁধ নির্মানের ফলে চাপাতলা গ্রামের মানুষের ভোগান্তি কিছুটা হলেও, লাঘব হবে। স্থানীয় বাসিন্দারাও আমাদের সাদুবাদ জানিয়েছেন। এর আগে আমাদের নেতাকর্মীদের নিয়ে বিষ্ণুপুর গ্রাম রক্ষা বাঁধ নির্মান করে দিয়েছি। ভবিষ্যতেও এ ধরণের কল্যানমূলক কাজ অব্যাহত থাকবে বলে জানান এই নেতা।