৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:১০

বাগেরহাটে ৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাটে ৪০ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে মোল্লাহাট উপজেলার সাগর ফিলিং স্টেশনের পূর্ব পাশে নওয়াপাড়াগামী একটি পিকআপ থেকে ৪০ কেজি গাজা জব্দ করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান জানান, মাদক কারবারিরা মূলত বাগেরহাটকে রুট হিসেবে ব্যবহার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক দুই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন(৩২) এবং উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

  • শেয়ার করুন