৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৬:১১

বাগেরহাটে ৫ দিনেও পরিচয় মেলেনি অজ্ঞাত মরদেহের

প্রকাশিত: মে ১০, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে পাঁচ দিনেও পরিচয় মেলেনি খাল থেকে উদ্ধার অজ্ঞাত পুরুষ মরদেহের।শুক্রবার (১০ মে) সন্ধ্যা পর্যন্ত পরিচয় জানতে পারেনি পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান।

এর আগে গেল ৫ মে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শ্মশান ঘাটের উত্তর পাশে ভুটিয়ামারি খালের পূর্ব পাড় থেকে অজ্ঞাতনামা এক পুরুষের পচা-গলা মরদেহ উদ্ধার করে পুলিশ। যার অনুমানিক বয়স ৩০- ৩৫ বছর। মরদেহের পরনে গ্রে কালারের গ্যাভাডিনের মোবাইল প্যান্ট, গায়ে কালো রংয়ের শার্ট এবং পায়ে বেল্ট যুক্ত স্যান্ডেল ছিল। পরিহিত প্যান্টের পকেটে ০১টি প্লাস ও ০২ টি চাবি পাওয়া গেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। পরিচয় জানতে সকল থানায় বেতার বার্তা প্রদান করা হয়েছে। বিভিন্ন ভাবে পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

  • শেয়ার করুন