প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে মাহিন্দ্র চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আটককৃতদের আদলতে সোপর্দ করা হয়েছে। এদের কাছ থেকে চুরি হওয়া মাহিন্দ্রাটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাইজুল শরীফ, গোলাম মওলানা ও কালাম মুন্সি। এদের বাড়ি জেলার মোল্লাহাট উপজেলায়।
এদের মধ্যে তাইজুল শরীফকে গোপালগঞ্জ থেকে এবং অপর দুইজনকে ফরিদপুর থেকে আটক করা হয়।
বাগেরহাট পিবিআই পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, গেল ৫ নভেম্বর দুপরে যাত্রী বেশে খুলনা থেকে বাগেরহাট আদালত চত্বরে আসেন চোর চক্রের সদস্যরা। সেখানে কৌশলে জুসের সাথে চেতনা নাশক মিশিয়ে মাহিন্দ্রার মালিক মাসুদ সরদারকে খাওয়ায় চোর চক্রের সদস্যরা।জ্ঞান হারিয়ে গেলে মাসুদ সরদারের মুঠোফোন ও মাহিন্দ্রা নিয়ে চলে যায় চোরেরা।পরে মাসুদকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। ৭ নভেম্বর তার জ্ঞান ফিরে আসে।মাসুদ সরদার খোজ খবর নিয়ে মামলা দায়ের করেন। ওই্ মামলায় সুত্রে তদন্ত করে চোর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।