প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক.বাগেরহাটের কচুয়ায় দুই দিনব্যাপী বিজয় মেলা চলছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় কচুয়া বিজয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম আবু নওশাদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।মেলায় ৩০টি স্টলে সাজানো হয়েছে শীতকালীন পিঠা, ঐতিহ্যবাহী পোশাক, প্রসাধনী সামগ্রী, বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা মডেল, মাটির তৈজসপত্র, সুপারি, নারকেলসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্য। এসব স্টল স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।স্থানীয় দর্শনার্থী কামাল উদ্দিন জানান, “অনেক দিন পর এমন একটি মেলা দেখতে পেরে খুবই ভালো লাগছে। এখানে শুধু পণ্য কেনাবেচা নয়, গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা ঘটেছে।মেলায় অংশ নেওয়া স্টল দোওয়া মিনারা বেগম বলেন , আমরা এখানে শীতকালীন পিঠা, নারকেল, সুপারি ও মাটির তৈজসপত্র নিয়ে এসেছি। স্থানীয়দের আগ্রহ দেখে ভালো লাগছে। বিক্রিও ভালো হচ্ছে।
মেলায় স্টল দেওয়া কাকলি খাতুন বলেন, আমাদের ঐতিহ্যবাহী পণ্যগুলো পরিচিত করার দারুণ সুযোগ হয়েছে। আয়োজকদের ধন্যবাদ জানাই।
মারুফা খাতুন বলেন,এক দর্শনার্থী বলেন, মেলা আমাদের ঐতিহ্যকে তুলে ধরে। এখানে পরিবার নিয়ে আসতে পেরে ভালো লাগছে। এমন আয়োজন আরও বেশি হলে ভালো হয়। বিশেষ করে গ্রামীণ পণ্য ও ঐতিহ্যবাহী খাবারগুলোর প্রতি আমাদের আগ্রহ আরও বাড়বে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম আবু নওশাদ বলেন, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। আশা করছি, সবাই মেলায় অংশগ্রহণ করে উপভোগ করবেন।কচুয়া ছাড়াও বাগেরহাট জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিজয়মেলার আয়োজন করা হয়েছে।