৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:৩১

মাছ ধরার জালে ১০ ফুট লম্বা অজগর

প্রকাশিত: জুন ১৫, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটের শরণখোলায় দশ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড টিম। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলার কদমতলা গ্রামের হারুন খলিফার বাড়ির পার্শ্ববর্তী খালে মাছ ধরা জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়। হারুন খলিফা জানান, বাড়ির পাশের খালে মাছ ধরার জন্য রাতে জাল পাতেন তিনি। সকালে গিয়ে দেখেন জালে বড় একটি অজগর আটকে আছে। পরে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার জানান, সুন্দরবন সংলগ্ন কদমতলা গ্রামের হারুন খলিফার বাড়ির পাশের খালে মাছ ধরা জালের সাথে অজগরটি আটকে থাকার সংবাদ পেয়ে ওয়াইল্ড টিম ও বনবিভাগের সহায়তায় উদ্ধার করা হয়। পরে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধারকৃত ১০ফুট লম্বা অজগরটির ওজন ১২ কেজি।

  • শেয়ার করুন