নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে হেয়প্রতিপন্ন এবং কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। পরে তারা পৌর মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক গত ২৮ জুন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় যুবদল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে হেয়প্রতিপন্ন এবং কটুক্তিমূলক বক্তব্য দেন। সেই বক্তব্যের জেরে ক্ষোভে পেটে পড়েন যুবদল ও ছাত্রদল নেতা-কর্মীরা। যার প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের একাংশ। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম, পৌর যুবদল নেতা ইকবাল মুন্সী, উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগ ও পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম সাদ্দাম ও সাবেক সদস্য সচিব সাগর মীর।
এ বিষয়ে পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান মানিক বলেন, যারা এসব কর্মকাণ্ড করছেন তারা ভিন্ন রাজনৈতিক দলের গুপ্তচর হিসেবে বিএনপির অভ্যন্তরে নানা বিবাদ সৃষ্টি করছেন। এর আগে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলে বিশৃঙ্খলার দায়ে এদেরকে দল থেকে শোকজ করা হয়েছিল। এখন সামনে পৌর বিএনপির সম্মেলন বানচালের জন্য নানাভাবে উঠেপড়ে লেগেছে।