৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৩৫

মোংলা বন্দর সচল রাখতে ইনারবারে ড্রেজিং শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর সচল রাখতে বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং শুরু হয়েছে। সম্প্রতি চারটি কাটার সাকশন ড্রেজারের মাধ্যমে মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিংয়ের কাজ শুরু করা হয়েছে। এর আগে ২০২১ সালেও ইনারবার ড্রেজিং শুরু হয়েছিল। ৩৫ শতাংশ কাজ শেষ হওয়ার পরে ড্রেজিং মাটি ফেলার জমি সংকটের কারণে ২০২২ সালে ড্রেজিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় বন্দর কর্তৃপক্ষ।এখন ড্রেজিং মাটি ফেলার জমির ব্যবস্থা হওয়ায় পুরনায় ড্রেজিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার(০৬ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রায় এক বছর ড্রেজিং বন্ধ থাকায় চ্যানেলের কিছু স্থানে পলি জমে। যার কারণে  নিয়মিতভাবে ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ এ বন্দরে আসতে পারছিল না। ড্রেজিংয়ের ফলে পুনরায় আবারও সাড়ে ৯ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ বন্দরে আসতে পারবে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মোংলা বন্দর কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট রয়েছে।যে কোন উপায়ে মোংলা বন্দরকে সচল রাখা হবে। ইনার বারে চলমান ড্রেজিং প্রকল্পটি সমাপ্ত হলে ৯.৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ অনায়াসে মোংলা বন্দরে আসতে পারবে।  অধিক ড্রাফটের জাহাজ বন্দরে আগমনের ফলে মোংলা বন্দরের আয় বৃদ্ধির পাশিপাশি সরকারি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে বলে জানান বন্দরের চেয়ারম্যান।

 

  • শেয়ার করুন